Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ** **নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন** **সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন** জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ জহুরুল হক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)। ***সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.upension.gov.bd


শিরোনাম
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতি যাদুঘর
স্থান

 

 

খালিশপুর বাজার, মহেশপুর, ঝিনাইদহ।

কিভাবে যাওয়া যায়

 

ঢাকা হতে রয়েল, জে আর, পূর্বশা, জে লাইন, দর্শনা ডিলাক্স, সোনার তরী, কোহিনুর, সোনালী, চিত্রা, কালিগঞ্জ এক্সেপ্রেস, মামুন, সোহেলী পরিবহন ও মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।

 

ঝিনাইদহ জেলা হতে বাস, মটরসাইকেল, মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।

 

বিস্তারিত

 

ঝিনাইদহর জেলার মহেশপুর উপজেলাধীন ১নং এস,বি,কে ইউনিয়নের খদ্দ খালিশপুর ও খালিশপুর গ্রামে অবস্থিত

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিতে সরকারি ভাবে ২০০৮ সালের ৯ মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়‌ ''বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতি যাদুঘর''। তার গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের নামে একটি প্রাইমারি স্কুল ও খালিশপুর কলেজ স্থাপন করা হয়েছে। কলেজটি সরকারিকরণ করা হয়। একটি রাস্তার নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সড়ক। ঝিনাইদহ স্টেডিয়ামের নামকরণও করা হয়েছে এ বীরশ্রেষ্ঠের নামে। খদ্দ খালিশপুর গ্রামের নতুন নামকরণ করা হয়েছে হামিদনগর।