খালিশপুর বাজার, মহেশপুর, ঝিনাইদহ।
ঢাকা হতে রয়েল, জে আর, পূর্বশা, জে লাইন, দর্শনা ডিলাক্স, সোনার তরী, কোহিনুর, সোনালী, চিত্রা, কালিগঞ্জ এক্সেপ্রেস, মামুন, সোহেলী পরিবহন ও মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।
ঝিনাইদহ জেলা হতে বাস, মটরসাইকেল, মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।
ঝিনাইদহর জেলার মহেশপুর উপজেলাধীন ১নং এস,বি,কে ইউনিয়নের খদ্দ খালিশপুর ও খালিশপুর গ্রামে অবস্থিত
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিতে সরকারি ভাবে ২০০৮ সালের ৯ মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয় ''বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতি যাদুঘর''। তার গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের নামে একটি প্রাইমারি স্কুল ও খালিশপুর কলেজ স্থাপন করা হয়েছে। কলেজটি সরকারিকরণ করা হয়। একটি রাস্তার নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সড়ক। ঝিনাইদহ স্টেডিয়ামের নামকরণও করা হয়েছে এ বীরশ্রেষ্ঠের নামে। খদ্দ খালিশপুর গ্রামের নতুন নামকরণ করা হয়েছে হামিদনগর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস