১নং এস.বি.কে ইউনিয়ন পরিষদ কার্যালয়
মহেশপুর, ঝিনাইদহ।
নির্বাচনের তারিখঃ ১১-১১-২০২১ইং
গেজেট প্রকাশের তারিখঃ ০৫-১২-২০২১ইং
শপথ গ্রহণের তারিখঃ ২৯-১২-২০২১ইং
প্রথম সভার তারিখঃ ০৬-০১-২০২২ইং
প্রতিটি ইউনিয়ন পরিষদ ১ (এক) জন চেয়ারম্যান ও ১২ (বার) জন সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে ৯ (নয়) জন সাধারণ আসনের সদস্য ও ৩ (তিন) জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য। চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্যগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। প্রত্যেক ইউনিয়ন পরিষদে শুধুমাত্র মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত থাকে যা সংরক্ষিত আসন বলে অভিহিত হয় এবং উক্ত সংরক্ষিত আসনের সদস্যগণও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। নয়টি সাধারণ আসনের সদস্য নির্বাচনে মহিলা প্রার্থীগণও সরাসরি অংশগ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের এক জন সদস্য বলে গণ্য হয়। চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী পান। চেয়ারম্যান ও সদস্যদের নাম সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হয়।
চেয়ারম্যান
নাম | পদবী | মোবাইল নম্বর | ওয়ার্ড নম্বর |
জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী | চেয়ারম্যান | 01713-924800 | সকল |
সাধারণ আসনের সদস্যবৃন্দ
নাম | পদবী | মোবাইল নম্বর | ওয়ার্ড নম্বর |
জনাব মোঃ আমিনুর রহমান | সদস্য ০১নং ওয়ার্ড | 01713-911086 | 01 |
সদস্য ০২নং ওয়ার্ড |
|
02 | |
জনাব মোঃ আব্দুল গনি | সদস্য ০৩নং ওয়ার্ড | 01713-906795 | 03 |
জনাব মোঃ আশাদুজ্জামান বাবলু | সদস্য ০৪নং ওয়ার্ড | 01756-605220 | 04 |
জনাব মোঃ মশিয়ার রহমান | সদস্য ০৫নং ওয়ার্ড | 01734-836238 | 05 |
জনাব মোঃ ছাদের আলী | সদস্য ০৬নং ওয়ার্ড | 01728-473148 | 06 |
জনাব মোঃ জাহিদুর রহমান | সদস্য ০৭নং ওয়ার্ড | 01712-702910 | 07 |
জনাব মোঃ ওয়াছনবী | সদস্য ০৮নং ওয়ার্ড | 01745-064242 | 08 |
জনাব মোঃ রফিকুজ্জামান | সদস্য ০৯নং ওয়ার্ড | 01729-767992 | 09 |
সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ
নাম | পদবী | মোবাইল নম্বর | ওয়ার্ড নম্বর |
মোছাঃ আলেয়া খাতুন | সদস্য ১,২,৩নং ওয়ার্ড | 01704-715520 | 01 |
মোছাঃ নিলুফা ইয়াসমিন | সদস্য ৩,৪,৬নং ওয়ার্ড | 01402-430275 | 02 |
মোছাঃ ইয়াছমিন সুলতানা (লাখী) | সদস্য ৭,৮,৯নং ওয়ার্ড | 01313-843593 | 03 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস