১নং এস.বি.কে ইউনিয়ন ভূমি অফিস
মহেশপুর, ঝিনাইদহ।
ক্র নং | সেবার ধরণ | সেবা প্রাপ্তির জন্য অনুসরণীয় পদ্ধতি | প্রয়োজনীয় ফি ও নির্ধারিত নূন্যতম/সর্বোচ্চ সময়সীমা | সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর পদবী | নির্ধারিত সময়ে সেবা না পেলে কি করণীয় |
১ | উপজেলা ভূমি অফিসের সকল
প্রকার আবেদন পত্র |
সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | সকল প্রকার আবেদন পত্র অনলাইনের
মাধ্যমে ১নং এস.বি.কে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আবেদনকরতে হবে। |
সকল প্রকার আবেদন পত্র
প্রধান সহকারীর নিকট জমা দিতে হবে। |
|
২ | বিবিধ মামলা | নামজারী মামলা বাতিল/সংশোধন, ভূমি বিবরণী বাতিল,ভূমি বিবরণী বাতিল, দেওয়ানী আদালতের রায়ের বুনিয়াদে রেকর্ড সংশোধনের ক্ষেত্রে খতিয়ানসহ জমির পুর্ণাংঙ্গ তফসিলসহ কাগজে আবেদন করতে হবে। |
ক) আবেদনের সাথে ১০/= মূল্যের কোর্ট ফি দিতে হবে। (খ) নূন্যতম ১ (এক) মাস। |
ক) সহকারী কমিশনার (ভুমি) খ) নথি উপস্থাপন ও নোটিশ ইস্যূকরণ প্রধান সহকারী। |
অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) এর নিকট আপিল করা যেতে পারে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস