কৃষি বিষয়ক সেবার তালিকাঃ
০১। সকল শ্রেণির কৃষক/উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান।
০২। প্রকল্প/ রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তি ভিত্তিক প্রদর্শনী স্থাপন।
০৩। কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।
০৪। প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিকরণ।
০৫। ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।
০৬। উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি জন্ত্রপাতি বিতরণ।
০৭। উদ্যান নার্সারি রেজিষ্ট্রেশন।
০৮। বালাইনাশক রেজিষ্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।
০৯। সার ডিলারশীপ নবায়ন।
১০। অনলাইন সার সুপারিশ প্রদান।
১১। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন।
১২। এ্যাপস এবং মোবাইল এর মাধ্যমে কৃষি সেবা প্রদান।
১৩। কৃষি আবহাওয়া ও আগাম সতর্কীকরণ এবং পূর্বাভাস প্রদান।
১৪। কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপনা।
১৫। কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।
১৬। ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান।
১৭। ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ।
১৮। দেশি বিদেশি ফলের উন্নত জাতের মান সম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।
১৯। সরকারি ধান, চাল, গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান।
২০। কৃষি পন্য আমদানি ও রপ্তানিতে সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করা।
২১। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন( ডিপ্লোমা কৃষিবিদ)।
২২। বাজার সংযোগ স্থাপন।
২৩। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন।
২৪। শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্নয় সাধন।
২৫। গবেষণাগার ও আন্তঃ মন্ত্রণালয় সংস্থার সাথে সমন্নয় সাধন।
২৬। বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন তৈরি ও প্রেরন।
এছাড়াও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার নাগরিক সেবাসমূহের পদ্বতি সহজিকরণের (Service Process Simplification SPS) লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় কৃষি মন্ত্রণালয় সেবা পদ্বতি সহজিকরণ ও সেবাসমূহকে এক জায়গায় প্রাপ্তির সুবিধার্থে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম সফটওয়্যারের বাস্তবায়নের লক্ষ্যে এই পোর্টাল প্রস্তুত করা হয়েছে , যার মাধ্যমে নাগরিকগণের সেবা প্রাপ্তিতে সময় ব্যয় ও যাতায়াত হ্রাস পাবে ।
http://service.moa.gov.bd/portal/home
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস