Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


ছবি
শিরোনাম
রক্তাক্ত জুলাই: শোক, প্রতিবাদ ও প্রেরণার মাস
বিস্তারিত

🌹 রক্তাক্ত জুলাই: শোক, প্রতিবাদ ও প্রেরণার মাস 🌹

জুলাই… এই মাসটি আমাদের জন্য আর কোনো সাধারণ সময় নয়। ২০২৪ সালের এই জুলাই মাস লাল হয়ে উঠেছিল শহীদের রক্তে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা লাখো কণ্ঠের প্রতিধ্বনিতে। সেদিন রক্ত ঝরেছিল—কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, ন্যায়ের পতাকা উড়ানোর জন্য।

১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ আজও যেন বারবার মনে করিয়ে দেয়, স্বৈরাচার কতোটা ভয়ঙ্কর হতে পারে! ১৮-১৯ জুলাইয়ের সেই বিভীষিকা—রাস্তা রঞ্জিত হয়েছিল তাজা প্রাণের রক্তে।

❝তোমাদের রক্ত বৃথা যাবে না।❞
এ দেশের ইতিহাসে এই শপথ অমলিন থাকবে। সেইসব সাহসী হৃদয়ের কাছে আমরা চিরঋণী, যারা অন্যায়ের শিকল ভেঙে মুক্তির শপথে নিজেদের জীবন উৎসর্গ করেছিল।

রক্তাক্ত জুলাইয়ের শহীদরা আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় নয়, গর্জে উঠাই বাঙালির রক্তে।
আজ আমরা স্মরণ করি তাদের, শ্রদ্ধা জানাই তাজা প্রাণের আত্মাহুতিকে, এবং শপথ নিই—
ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

🕯️ শ্রদ্ধাঞ্জলি রক্তাক্ত জুলাই ২০২৪-এর সকল শহীদদের প্রতি।

🌹 রক্তাক্ত জুলাই: শোক, প্রতিবাদ ও প্রেরণার মাস 🌹

জুলাই… এই মাসটি আমাদের জন্য আর কোনো সাধারণ সময় নয়। ২০২৪ সালের এই জুলাই মাস লাল হয়ে উঠেছিল শহীদের রক্তে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা লাখো কণ্ঠের প্রতিধ্বনিতে। সেদিন রক্ত ঝরেছিল—কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, ন্যায়ের পতাকা উড়ানোর জন্য।

১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ আজও যেন বারবার মনে করিয়ে দেয়, স্বৈরাচার কতোটা ভয়ঙ্কর হতে পারে! ১৮-১৯ জুলাইয়ের সেই বিভীষিকা—রাস্তা রঞ্জিত হয়েছিল তাজা প্রাণের রক্তে।

❝তোমাদের রক্ত বৃথা যাবে না।❞
এ দেশের ইতিহাসে এই শপথ অমলিন থাকবে। সেইসব সাহসী হৃদয়ের কাছে আমরা চিরঋণী, যারা অন্যায়ের শিকল ভেঙে মুক্তির শপথে নিজেদের জীবন উৎসর্গ করেছিল।

রক্তাক্ত জুলাইয়ের শহীদরা আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় নয়, গর্জে উঠাই বাঙালির রক্তে।
আজ আমরা স্মরণ করি তাদের, শ্রদ্ধা জানাই তাজা প্রাণের আত্মাহুতিকে, এবং শপথ নিই—
ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

🕯️ শ্রদ্ধাঞ্জলি রক্তাক্ত জুলাই ২০২৪-এর সকল শহীদদের প্রতি।