Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


মাসিক সভার সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার শাখা

১নং এস.বি.কে ইউনিয়ন পরিষদ কার্যালয়

মহেশপুর, ঝিনাইদহ।

ওয়েব সাইট sbkup.jhenaidah.gov.bd


২০২৪-২০২৫ অর্থ বছরের মাসিক, জরুরী ও সাধারন সভার সিদ্ধান্তসমূহ


 

🏛️ ইউনিয়ন পরিষদের মাসিক সভার কার্যবিবরণী মে-২০২৫

ইউনিয়নের নাম: এস.বি.কে ইউনিয়ন পরিষদ
উপজেলা: মহেশপুর
জেলা: ঝিনাইদহ
সভা নং: ০৫/২০২৪-২৫
তারিখ: ০৬ মে ২০২৫
স্থান: ইউনিয়ন পরিষদ মিলনায়তন
সভাপতিত্বে: জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী (চেয়ারম্যান, এস.বি.কে ইউনিয়ন পরিষদ)
সময়: সকাল ১১:০০ ঘটিকা


📋 আলোচ্য বিষয় ও বিস্তারিত সিদ্ধান্তসমূহ:

১. গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন:

সচিব গত মাসের সভার কার্যবিবরণী পাঠ করেন। উপস্থিত সদস্যরা কোনো আপত্তি না থাকায় তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।


২. চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহ:

চলমান প্রকল্প:

১নং ওয়ার্ডে ৩৫০ ফুট ইট সোলিং রাস্তা (৬০% সম্পন্ন)।

২নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজ চলমান।

প্রকল্প বাস্তবায়নে অনিয়ম রোধে ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।


৩. সামাজিক নিরাপত্তা কর্মসূচি পর্যালোচনা:

বয়স্ক ভাতা: নতুন আবেদন জমা পড়েছে, যাচাই শেষে চূড়ান্ত তালিকা পাঠানো হবে।

বিধবা ও প্রতিবন্ধী ভাতা: পুরাতনদের স্থায়ীকরণ এবং নতুন তালিকা তৈরি হচ্ছে।

মাতৃত্বকালীন ভাতা: সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।


৪. আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিট পুলিশিং:

বিট পুলিশ অফিসারের অংশগ্রহণে প্রতি ওয়ার্ডে মাসে ১ বার সমন্বয় সভা হবে।

গ্রাম পুলিশের রাত্রিকালীন টহল সময় বাড়ানো হবে।

চুরি-ছিনতাইরোধে জনগণের সঙ্গে সমন্বয় জোরদার করার আহ্বান জানানো হয়।


৬. UDC (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) কার্যক্রম পর্যালোচনা:

এপ্রিল মাসে সেবা দেওয়া হয়েছে: ২১৭ জন

জন্ম নিবন্ধন: ৭৩

অনলাইন ফরম পূরণ: ৩২

সিদ্ধান্ত: অপারেটরদের নিয়মিত ট্রেনিং ও সেবার গুণগত মান উন্নয়নের নির্দেশ।


৭. পরবর্তী সভার তারিখ নির্ধারণ:

পরবর্তী সভা নির্ধারণ করা হলো: ১৫ জুন ২০২৫, সকাল ১০:০০ টা

সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।


 সভা সমাপ্তি ঘোষণা:

সব আলোচ্য বিষয়ের আলোচনা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভা সমাপ্ত ঘোষণা করেন। সভা শেষ হয় দুপুর ১২:৩০ মিনিটে।


✍️ স্বাক্ষরসমূহ:

সভাপতি
স্বাক্ষরিত
মোঃ আরিফান হাসান চৌধুরী
চেয়ারম্যান
এস.বি.কে ইউনিয়ন পরিষদ

সচিব
স্বাক্ষরিত
গৌতম বিশ্বাস
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা
এস.বি.কে ইউনিয়ন পরিষদ