✅ কাজের বর্ণনা
উক্ত প্রকল্পের আওতায় ভালাইপুর গ্রামের ঝন্টুর বাড়ি হতে সমাজকল্যাণ অফিস অভিমুখে বিদ্যমান কাঁচা রাস্তার উপর ফ্লাট সলিং এর কাজ বাস্তবায়ন করা হবে। ফ্লাট সলিংয়ের মাধ্যমে রাস্তাটি পাকা করা হলে এলাকার সাধারণ জনগণ বিশেষত শিক্ষার্থী, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের চলাচলের সুবিধা বৃদ্ধি পাবে।
এই প্রকল্পের কার্যক্রমের মধ্যে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে:
রাস্তার মাটি কেটে সমান করা ও উপযুক্তভাবে লেভেলিং করা।
প্রয়োজনীয় স্থানে ইট খোয়া দিয়ে বেজ তৈরি করা।
মানসম্মত ইট এবং সিমেন্ট ব্যবহার করে ফ্লাট সলিং নির্মাণ।
পানি নিস্কাশনের সুবিধার্থে রাস্তায় হালকা ঢাল ও ড্রেনেজ ব্যবস্থা রাখা।
কাজ চলাকালীন পর্যাপ্ত শ্রমিক ও দক্ষ মিস্ত্রি নিয়োগের মাধ্যমে সঠিক মান বজায় রাখা।
কাজটি সম্পন্ন হলে এলাকার জনগণ বর্ষা মৌসুমেও সহজে যাতায়াত করতে পারবে এবং পণ্য পরিবহনও সহজতর হবে। এটি স্থানীয় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভালাইপুর গ্রামের ঝন্টুর বাড়ি হইতে সমাজকল্যাণ অফিস অভিমুখে রাস্তা ফ্লাট সলিংকরণ এর পূর্বের ছবি
ভালাইপুর গ্রামের ঝন্টুর বাড়ি হইতে সমাজকল্যাণ অফিস অভিমুখে রাস্তা ফ্লাট সলিংকরণ এর চলমান ছবি
ভালাইপুর গ্রামের ঝন্টুর বাড়ি হইতে সমাজকল্যাণ অফিস অভিমুখে রাস্তা ফ্লাট সলিংকরণ এর সমাপ্তির ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস