খর্দ্দ খালিশপুর গ্রামের জুমার আলী বাড়ি হতে শফিউরের বাড়ি অভিমুখে সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার এই অংশটি বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে স্থানীয় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ রুট।
এ অবস্থায়, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও সহজ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে উক্ত রাস্তায় ফ্লাটসলিংকরণ কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নিচের কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা হবে:
✅ রাস্তার পরিমাণ:
✅ মাটি কেটে রাস্তা সমান ও সঠিকভাবে প্রস্তুতকরণ।
✅ প্রয়োজনীয় স্থানে খোয়া ও বালি দিয়ে বেজ তৈরি।
✅ মানসম্মত ইট দ্বারা ফ্লাটসলিংকরণ সম্পন্ন করা।
✅ পানি নিষ্কাশনের জন্য উভয় পাশে নালা তৈরি।
এ কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণ এবং যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।
খর্দ্দ খালিশপুর গ্রামের জুমার আলী বাড়ি হইতে শফিউরের বাড়ি অভিমুখে রাস্তা ফ্লাটসলিং করণ এর পূর্বের ছবি
খর্দ্দ খালিশপুর গ্রামের জুমার আলী বাড়ি হইতে শফিউরের বাড়ি অভিমুখে রাস্তা ফ্লাটসলিং করণ এর চলমান ছবি
খর্দ্দ খালিশপুর গ্রামের জুমার আলী বাড়ি হইতে শফিউরের বাড়ি অভিমুখে রাস্তা ফ্লাটসলিং করণ এর সমাপ্তির ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস