আলোচ্য বিষয়: অতি বৃষ্টিতে গ্রামীণ রাস্তার ক্ষয়ক্ষতি এবং মেরামতের প্রয়োজনীয়তা
সভাপতি সাহেব সভার দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত সকলকে অবহিত করেন যে, সম্প্রতি অতি বৃষ্টিপাতে এসবিকে ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামীণ রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অত্র ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো দ্রুত ব্যস্ত (জরুরি) ভিত্তিতে মেরামত করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে উপস্থিত সকল সদস্যের মতামত কামনা করেন।
সভাপতি সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান বাবলু বলেন, তিনি সভাপতিকে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় আনার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলেন, অতি বৃষ্টির কারণে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গ্রামীণ রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন। কিন্তু ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে পর্যাপ্ত অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। তাই তিনি প্রস্তাব করেন, উপজেলা রাজস্ব/উন্নয়ন খাত হতে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে অত্র ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হোক।
সিদ্ধান্ত:
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস