Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


মা ও শিশু সহায়তা কর্মসূচি

১নং এস,বি,কে ইউনিয়ন পরিষদ

২০২৪-২৫ অর্থ বছরে মা ও শিশু সহায়তা কর্মসূচি আওতায় প্রতি মাসে ৯ জন ভাতাভোগী নির্বাচন করা হয়।


সেবার সংক্ষিপ্ত বিবরণ-

পরিবারের ভরন পোষণের জন্য দরিদ্র মহিলাদের অর্থ উপার্যনের জন্য কাজ করতে হয়। কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে বা মাতৃত্বকালীন অবস্থায় কাজ করা সম্ভব হয় না। পুষ্টিকর খাবার বা ভরণ পোষণের অভাবে মা অসহায় অবস্থায় পড়েন। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি আওতায় জন্মহার, দারিদ্রতা এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে ইউনিয়ন পরিষদে ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে। প্রতি মাসে ০১ তারিখ হতে ২০ তারিখের মধ্যে গর্ভবতী মহিলা নিজে নিন্মে শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদনকারীর ০৪-০৬ মাসের গর্ভাবস্থায় থাকবেন, এবং

(ক) জাতীয় পরিচয় পত্র।

(খ) আবেদনকারী অবশ্যই ২০-৩৫ বছর হতে হবে।

(গ) আবেদনকারী অবশ্যই প্রথম ও দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।

(ঘ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ.এন.সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড)।

(ঙ) নিজ নামে নিবন্ধীত মোবাইল থাকতে হবে।

(চ) নিজস্ব মোবাইল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং/অনলাইন ব্যাংক একাউন্টসহ আবেদন করবেন।

 

সেবার সুবিধা-

দরিদ্র মা আর্থিক ভাবে লাভবান হয়;

অর্থের মাধ্যমে পুষ্টিকর খাবার খেতে পারেন;

অর্থের অভাবে তাকে কষ্ট পেতে হয় না;

পরিবারের ভরণ পোষণ সম্ভব হয়;

শিশু স্বাস্থ্য নিশ্চিত হয়;

 

প্রক্রিয়া-

কোন দরিদ্র মা ভাতার জন্য ইউনিয়ন পরিষদে ভাতার জন্য যোগাযোগ করবেন বা নিজের নাম তালিকাভুক্ত করবেন। আবেদন গ্রহণ অবশ্যই প্রতিমাসে ০১-২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। আরো কিছু দাপ্তরিক কাজ শেষ চূড়ান্তভাবে নির্বাচিত ভাতাভোগীদের নাম নির্বাচন করা হয়।