Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


ভিডাব্লিউবি কর্মসূচি

১নং এস.বি.কে ইউনিয়ন পরিষদ 

মহেশপুর, ঝিনাইদহ

ভিডব্লিউবি সুবিধাভোগী সংখ্যা -১৩২ জন

ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবিকার্যক্রম জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭


🌸 “ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কার্যক্রম

✅ জুলাই ২০২৫ – জুন ২০২৭ মেয়াদের নতুন চক্রের উপকারভোগী তালিকা প্রকাশ

প্রান্তিক ও দরিদ্র নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার পরিচালিত “ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কার্যক্রমের আওতায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত দুই বছর মেয়াদি চক্র শুরু হতে যাচ্ছে। এ চক্রের জন্য নির্বাচিত উপকারভোগী নারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

📢 ভিডব্লিউবি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
➡️ অতি দরিদ্র ও প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়ন।
➡️ তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও সামাজিক সুরক্ষা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ।
➡️ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, যাতে উপকারভোগীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
➡️ নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি।

📌 কার্যক্রমের মূল সুবিধাসমূহঃ
✅ নির্দিষ্ট সময়ের জন্য মাসিক নগদ সঞ্চয় জমা।
✅ বিভিন্ন জীবনদক্ষতা ও আয়ের উৎস সৃষ্টিমূলক প্রশিক্ষণ।
✅ আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ।
✅ স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে সার্বিক তত্ত্বাবধান।

📄 উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াঃ
✔️ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করে উপকারভোগী তালিকা প্রণয়ন।
✔️ তালিকা অনুমোদন শেষে নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ।
✔️ উপকারভোগীদের পরিচয় যাচাই শেষে ভাতা বিতরণ কার্যক্রম শুরু।

📢 দৃষ্টি আকর্ষণ:
ভিডব্লিউবি কার্যক্রমের কোনো প্রকার সুবিধা পেতে মধ্যস্থতাকারী বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ/উপজেলা প্রশাসনে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

🌐 বিস্তারিত তালিকা দেখতে ভিজিট করুন 👉 https://sbkup.jhenaidah.gov.bd/