(ভূমি সংক্রান্ত সরকারি সেবা ও প্রাপ্তি পদ্ধতি – ইউনিয়ন ভূমি অফিস)
ভূমি প্রশাসন ব্যবস্থার মূল স্তরে ইউনিয়ন ভূমি অফিস জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি মালিকানা রেকর্ড, খাজনা আদায়, মিউটেশন, পরিমাপ, শ্রেণি পরিবর্তনসহ নানাবিধ সেবা এখান থেকে প্রদান করা হয়।
ক্রঃ
|
সেবার নাম
|
সেবার বিবরণ
|
---|---|---|
১
|
নামজারি / মিউটেশন
|
জমির মালিকানা হস্তান্তরের পর সরকারি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
|
২
|
খতিয়ান / পর্চা সরবরাহ
|
জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়।
|
৩
|
খাজনা আদায় ও রসিদ প্রদান
|
সরকারি কর আদায়ের মাধ্যমে ভূমির খাজনা প্রদান ও রসিদ সরবরাহ করা হয়।
|
৪
|
জমি পরিমাপ সেবা
|
সংশ্লিষ্ট মৌজার ম্যাপ ও দলিল অনুযায়ী মাঠ পর্যায়ে জমির পরিমাপ করা হয়।
|
৫
|
মৌজা ম্যাপ/নকশা সরবরাহ
|
নির্দিষ্ট মৌজার মৌলিক মানচিত্র সরবরাহ করা হয়, যা ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে প্রয়োজন।
|
৬
|
শ্রেণি পরিবর্তন / রেকর্ড সংশোধন
|
কৃষি জমিকে অকৃষি হিসেবে রেকর্ড সংশোধন বা শ্রেণি পরিবর্তনের জন্য আবেদন গ্রহণ।
|
৭
|
ওয়ারিশ নির্ধারণ সহায়তা
|
জমির মালিক মৃত্যুবরণ করলে তার ওয়ারিশদের নির্ধারণ ও নামজারির সহায়তা প্রদান।
|
৮
|
অনলাইন ভূমি সেবা সহায়তা
|
ভূমি সংক্রান্ত অনলাইন আবেদন, খতিয়ান যাচাই, অনলাইন খাজনা ইত্যাদি বিষয়ে প্রযুক্তিগত সহায়তা।
|
বৈধ জাতীয় পরিচয়পত্র (NID)
জমির দলিল (রেজিস্ট্রি কপি)
সর্বশেষ খাজনা রসিদ
পুরাতন খতিয়ান/পর্চা/জে.এল. নম্বর
প্রয়োজন অনুযায়ী ওয়ারিশ সনদপত্র
নির্ধারিত সরকারি ফি/চালান রশিদ
ডিজিটাল ভূমি সেবা পোর্টাল: https://land.gov.bd
এখানে পাওয়া যায়:
নামজারি আবেদন
খতিয়ান ও ম্যাপ যাচাই
অনলাইন খাজনা পরিশোধ
ভূমি উন্নয়ন করের হিসাব
দিন
|
সময়
|
---|---|
রবি - বৃহস্পতি
|
সকাল ৯টা – বিকেল ৫টা
|
শুক্রবার ও শনিবার
|
বন্ধ (সরকারি ছুটি)
|
দালালের মাধ্যমে নয়, সরাসরি অফিসে এসে আবেদন করুন।
সব আবেদন ফরম পূরণে সঠিক তথ্য দিন এবং কপি সংরক্ষণ করুন।
সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ প্রদান নিষিদ্ধ।
জমি সংক্রান্ত যে কোনো জটিলতায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (ভূমি অফিসার) পরামর্শ নিন।
ইউনিয়ন ভূমি অফিস
এস.বি.কে ইউনিয়ন, মহেশপুর, ঝিনাইদহ
📞 অফিস যোগাযোগ নম্বর:
📧 ই-মেইল (যদি থাকে):
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস