পরিদর্শন প্রতিবেদন
তারিখ: ২৪ মে ২০২৫
স্থান: ১নং এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।
প্রতিবেদনকারী: জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান।
অদ্য ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন/এপিএমবি) আবু সায়েদ মোঃ মনজুর আলম মহোদয় ১নং এসবিকে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরের উদ্দেশ্য ছিল ইউনিয়ন পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম, এপিএ বাস্তবায়ন, ডিজিটাল সেবা এবং নাগরিকসেবার মান পর্যবেক্ষণ।
বেলা ০২:০০ টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আগমন করেন। তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সদস্যবৃন্দ, ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ইউডিসি উদ্যোক্তাগণ এবং গ্রা্ম পুলিশ বাহিনীগণ আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতেই তিনি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ ও শাখা ঘুরে দেখেন। এ সময় তিনি নিচের দিকগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করেন:
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম:
তিনি ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, নাগরিক নথি প্রদান এবং সেবার স্বচ্ছতা বিষয়ে খোঁজখবর নেন।
উন্নয়ন প্রকল্পসমূহ:
চলমান ও সদ্য সম্পন্ন হওয়া উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন। রাস্তা, কালভার্ট, ড্রেন নির্মাণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
এপিএ (Annual Performance Agreement) বাস্তবায়ন অগ্রগতি:
তিনি ইউনিয়নের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (APA) আওতাধীন বিভিন্ন লক্ষ্যমাত্রা ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC):
তিনি ইউডিসির সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন এবং অনলাইন জন্মনিবন্ধন, নাগরিক সনদ, সরকারি ফি ও সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম প্রত্যক্ষ করেন। তদুপরি, তিনি সেবা গ্রহণকারী সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাঁদের অভিজ্ঞতা জানতে চান। উপস্থিত নাগরিকরা ইউডিসি-র মাধ্যমে সহজে ও দ্রুত সেবা পাওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় বলেন:
"উপজেলা ও ইউনিয়ন পরিষদ হলো জনগণের সবচেয়ে কাছের প্রশাসনিক স্তর। এখানকার প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মনোভাব থাকতে হবে। সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছে, তার বাস্তব প্রতিচ্ছবি হতে হবে ইউনিয়ন পরিষদ।"
তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান উন্নয়নে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের এই পরিদর্শন ১নং এসবিকে ইউনিয়ন পরিষদের জন্য অত্যন্ত গৌরবের এবং অনুপ্রেরণার। তাঁর সুচিন্তিত দিকনির্দেশনা ইউনিয়ন পরিষদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
প্রতিবেদন প্রস্তুতকারী:
জনাব গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা
১নং এসবিকে ইউনিয়ন পরিষদ
মহেশপুর, ঝিনাইদহ।
====================================================================================================================================
পরিদর্শন প্রতিবেদন
বিষয়: উপজেলা নির্বাহী অফিসারের এসবিকে ইউনিয়ন পরিদর্শন
তারিখ: ০৭ মে ২০২৫খ্রি.
স্থান: এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ
পরিদর্শনকারী কর্মকর্তা:
জনাব খাদিজা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মহেশপুর, ঝিনাইদহ।
প্রতিবেদন:
উপজেলা নির্বাহী অফিসার জনাব খাদিজা খাতুন মহোদয় ০৭ মে ২০২৫খ্রি. তারিখে এসবিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা, রাস্তা-ঘাট এবং চলমান সরকারি প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, ইউপি সদস্যবৃন্দ, গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি হিসাব সহকারী, গ্রাম পুলিশ বাহিনী, উদ্যোক্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও মহোদয় বিভিন্ন সমস্যা ও চাহিদা সরাসরি জনসাধারণের কাছ থেকে শুনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
সুপারিশসমূহ:
১. ইউনিয়ন পরিষদের অফিসের রক্ষণাবেক্ষণ, সেবাপ্রদান পদ্ধতি এবং অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম গতিশীলকরণ।
২. রাস্তা উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদনের ব্যবস্থা নেওয়া দরকার।
৩. শিক্ষা ও স্বাস্থ্য খাতে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ প্রয়োজন।৪. ডিজিটাল সেন্টারের কার্যক্রমও গতিশীলকরণ।
উপসংহার:
এই পরিদর্শনের মাধ্যমে এসবিকে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার একটি সম্যক চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস