Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


শিরোনাম
২০২৫-২৬ অর্থ বছরের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্ত।
বিস্তারিত
 বিজ্ঞপ্তি 
(২০২৫-২০২৬ অর্থ বছরের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্ত)


সম্মানিত ব্যবসায়ীগণ,
আপনাদের জানানো যাচ্ছে যে, এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ এর আওতাধীন সকল ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের ২০২৫-২০২৬ অর্থ বছরের ট্রেড লাইসেন্স নতুন ইস্যু এবং নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
সকল ব্যবসায়ীগণকে অনুরোধ করা যাচ্ছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নতুনভাবে গ্রহণ অথবা পূর্বের লাইসেন্স নবায়ন করে নেবেন।


✅ যাদের জন্য প্রযোজ্য:
✔️ এই ইউনিয়নের আওতাধীন সকল ব্যবসায়ী।
✔️ যাদের পূর্বের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।
✔️ নতুন ব্যবসা শুরু করেছেন এবং এখনো ট্রেড লাইসেন্স গ্রহণ করেননি।


📋 প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
 আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১ কপি)
2️⃣ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
3️⃣ পূর্বের ট্রেড লাইসেন্সের মূল কপি (নবায়নের ক্ষেত্রে)
4️⃣ নির্ধারিত লাইসেন্স ফি


📆 আবেদন শুরু তারিখ: ১ জুলাই ২০২৫


🏢 আবেদন জমাদানের স্থান:
এসবিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়, মহেশপুর, ঝিনাইদহ।


 যোগাযোগ:
গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা


⚠️ বিশেষ নির্দেশনা:
 লাইসেন্স নবায়ন না করলে ব্যবসা পরিচালনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণ করে আইন মেনে ব্যবসা পরিচালনা করুন।


ডাউনলোড
প্রকাশের তারিখ
01/07/2025
আর্কাইভ তারিখ
30/06/2026