Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক নোটিশ
বিস্তারিত

🔔 ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক নোটিশ 🔔

বিষয়: ডেঙ্গু জ্বর প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন।

বর্ষাকালে এডিস মশার প্রজনন বৃদ্ধি পায় এবং ডেঙ্গু জ্বরের আশঙ্কা বেড়ে যায়। ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ, যা সচেতনতা এবং সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

সচেতনতামূলক নির্দেশনা:
১️ বাসা-বাড়ির চারপাশ, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
২️ ফুলের টব, গাড়ির টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ইত্যাদিতে পানি জমতে দেবেন না।
৩️ জমে থাকা পানি প্রতি সপ্তাহে পরিষ্কার করে ফেলুন।
৪️ দিনে ও রাতে মশারি ব্যবহার করুন এবং শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করুন।
৫️ জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি ভাব হলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

সতর্কতা:
জ্বর হলে কোনো অবস্থায় নিজে থেকে ওষুধ সেবন করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

📢 “ডেঙ্গু প্রতিরোধে সকলের অংশগ্রহণ জরুরি। আসুন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।”

প্রকাশনায়:
এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/07/2025
আর্কাইভ তারিখ
30/09/2025