Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


শিরোনাম
এসবিকে ইউনিয়ন পরিষদ-এ prottoyon.gov.bd অনলাইন সার্টিফিকেট সিস্টেম চালু করা হয়েছে
বিস্তারিত

📢 🌐 এসবিকে ইউনিয়ন পরিষদে অনলাইন সার্টিফিকেট সেবা সংযোজন 🌐 📢

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসবিকে ইউনিয়ন পরিষদ আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় অনলাইন সার্টিফিকেট সিস্টেম (https://prottoyon.gov.bd) চালু করেছে।

✅ এখন থেকে প্রত্যয়নপত্রসহ (সকল প্রকার সনদপত্র) অনলাইনে আবেদন ও সংগ্রহ করা যাবে।


🛡️ কী কী সেবা পাওয়া যাবে?

✔️ প্রত্যয়নপত্র (Certification)
✔️ নাগরিক সনদপত্র (Citizenship Certificate)
✔️ ওয়ারিশ সনদপত্র (Succession Certificate)
✔️ পারিবারিক সনদ, ই-ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন সনদ, অন্যান্য প্রত্যয়ন


🎯 এই সেবার সুবিধা

🌐 ডিজিটাল আবেদন: ইউনিয়ন পরিষদে না গিয়ে ঘরে বসেই অনলাইনে আবেদন করা যাবে।
সময় সাশ্রয়: দ্রুততম সময়ে সনদপত্র প্রাপ্তি।
📄 স্বচ্ছতা ও জবাবদিহিতা: কোনো হয়রানি বা অতিরিক্ত খরচ ছাড়াই সরাসরি পরিষেবা।
📱 মোবাইল-কম্পিউটার থেকে সহজেই ব্যবহারযোগ্য।


📝 আবেদন পদ্ধতি

১️⃣  ওয়েবসাইটে প্রবেশ করুন 👉 https://prottoyon.gov.bd
২️⃣ জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে লগইন করুন।
৩️⃣ প্রয়োজনীয় সনদ নির্বাচন করে আবেদনপত্র পূরণ করুন।
৪️⃣  আবেদন প্রক্রিয়া শেষ হলে ইউনিয়ন পরিষদ থেকে সনদ সংগ্রহের তারিখ ও সময় জানানো হবে।


📞 যোগাযোগের ঠিকানা
এসবিকে ইউনিয়ন পরিষদ
ইমেইল: sbkupa2i@gmail.com

সেবা সময়:
রবিবার থেকে বৃহস্পতিবার (সকাল ৯টা – বিকাল ৫টা)

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/07/2025
আর্কাইভ তারিখ
01/07/2026