Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

✅ নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন আমাদের অঙ্গীকার ✅ জনগণের ভোটে, জনগণের সেবা ✅ নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ✅ জন্ম নিবন্ধন সবার জন্য জরুরি, এটি নাগরিক অধিকার ও পরিচয়ের গ্যারান্টি ✅ নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ✅ সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন ✅ জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও গৌতম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সহকারী নিবন্ধক)।


শিরোনাম
এতদ্বারা এসবিকে ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, কোন ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে তাহার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ এর কপি আগামী ২ কার্যদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদে তা লিপিবদ্ধ করিতে হইবে।
বিস্তারিত

📝 মৃত্যু নিবন্ধন একটি নাগরিক দায়িত্ব

প্রিয় এসবিকে ইউনিয়নবাসী,
আপনাদের জানানো যাচ্ছে যে, মৃত্যুজনিত তথ্য যথাসময়ে নিবন্ধন করা প্রতিটি নাগরিকের নৈতিক ও আইনগত দায়িত্ব। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তাঁর জাতীয় পরিচয়পত্র (NID) এবং জন্ম নিবন্ধন সনদের কপি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে তা নিবন্ধনভুক্ত করা অপরিহার্য।

🔴 নিবন্ধন করার সময়সীমা:
মৃত্যুর পরবর্তী ২ (দুই) কার্যদিবসের মধ্যে উক্ত তথ্য ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে।

কারণ এবং গুরুত্ব:

সরকারী রেকর্ড হালনাগাদ রাখা।

উত্তরাধিকার সনদ, জমি-জমা, ব্যাংক হিসাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সঠিক তথ্য পাওয়া।

সামাজিক সুরক্ষা ও সরকারি সেবাসমূহ সঠিকভাবে বিতরণের ক্ষেত্রে সহায়তা।

📌 প্রয়োজনীয় কাগজপত্র:
১️⃣  জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি
২️⃣  জন্মনিবন্ধন সনদের ফটোকপি
৩️⃣  মৃত্যু সনদ (যদি থাকে)

📢 সচেতনতামূলক বার্তা:
👉 আপনাদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। তাই প্রত্যেক নাগরিককে এ বিষয়ে সচেতন থাকতে এবং পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে ২ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে জানাতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

“মৃত্যু নিবন্ধন করুন – নাগরিক দায়িত্ব পালন করুন।”

এসবিকে ইউনিয়ন পরিষদ
মহেশপুর, ঝিনাইদহ

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/07/2025
আর্কাইভ তারিখ
31/12/2027