📰 এসবিকে ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স আদায় শুরু
এসবিকে ইউনিয়ন, মহেশপুর (ঝিনাইদহ), ১ জুন ২০২৫:
২০২৪-২৫ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম শুরু করেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম গত ১লা জুন থেকে শুরু হয়েছে এবং তা চলবে নির্ধারিত সময় পর্যন্ত।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এবারের হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে পৃথক টিম গঠন করা হয়েছে। করদাতারা যেন নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করতে পারেন, সে জন্য প্রচারণা চালানো হচ্ছে পোস্টার, মাইকিং ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে।
চেয়ারম্যান মোঃ আরিফান হাসান চৌধুরী বলেন,
“ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সেবা কার্যক্রম পরিচালনার জন্য হোল্ডিং ট্যাক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই জনগণ নিয়মিত কর প্রদান করে উন্নয়নে অংশগ্রহণ করুক।”
এছাড়াও এবছর হোল্ডিং ট্যাক্স পরিশোধের পর নাগরিকদের হাতে রশিদ প্রদান নিশ্চিত করার পাশাপাশি, ডিজিটালভাবে সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গৌতম বিশ্বাস জানান,
“করদাতাদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স পরিশোধে বিশেষ ছাড় বা প্রণোদনার চিন্তাভাবনাও চলছে, যাতে সবাই উৎসাহ পায়।”
এদিকে, বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য ইতিমধ্যে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মাধ্যমে পুনঃতাগাদা কার্যক্রম শুরু হয়েছে।
এসবিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন নির্ধারিত সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করেন।
সংবাদদাতা:
এসবিকে ইউনিয়ন
তারিখ: ১ জুন ২০২৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস