১৮৬৯সালে অত্র এলাকার তথা কথিত চৌগ্রাম রাজ এ্যাস্টেটর এর জমিদার মহাশয় শ্রী রাজা রমনী কান্ত রায় বাহাদুর মহোদয় শিক্ষা প্রতিষ্ঠান নামক অত্র জ্ঞান বৃক্ষটি রোপন করেছিলেন। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য জমিদার তহবিল হতেমাসিক কুড়ি টাকা করে অনুদান দিতেন।
ভবন:স্মৃতি স্বরূপ অতি প্রাচীন বিদ্যালয় ভবনটি আজ ও মাথা উঁচু করে যথাস্থানে দাঁড়িয়ে আছে। এর কক্ষ সংখ্যা ছয়টি যেটি নীল করদেরহাওয়া ভবন ছিল। এখান থেকই এর যাত্রা শুরু হয়। । চার কোনায় চারটি এবং দুটি হল ঘর ও একটি বারান্দা আছে। এর থেকে এবং বিশ্বস্থ সূত্রে যতটুকু অবগত হওয়া যায়, তাতে প্রমানিত হয় যে,চতুর্থ শ্রেণী হতে অষ্টম শ্রেণী পযর্ন্ত পাঠদান করা হত। যাকে বলা হয়। MIDDLE ENGLISH SCHOOLকালের বিবতনে ১৯৪৭সালে রাষ্ট্র বিভাজনের পর ১৯৫৩তে মরহুম মিনাজ উদ্দীন আহম্মেদ এর নেতৃত্বে দশম শ্রেণী পযর্ন্ত পাঠ দান শুরু হয়। ইতিহাসের পরিক্রমায় বিদ্যালয়টি আবার পড়ে যায়। ষাটের দশকের প্রথমাধ হতে ১৯৬৫ এর মধ্যে নব উদ্যোমে আজকের বিদ্যালয় নামক জ্ঞান বৃক্ষটি পুন:যাত্রা শুরুকরে । বর্তামান বিদ্যালয়ের অবস্থানটি পরিবর্তন করে নতুন অবস্থানে অবস্থিত। বৃক্ষরাজি সুশোভিত সবুজ ঘাসের মনোরম প্রাঙ্গনে বিদ্যালয়টি দাড়িয়ে আছে।
এ বৃক্ষটির তিনটি শাখায় বিভক্ত যেমন বিজ্ঞান,মানবিকও ব্যবসায় শিক্ষা শাখা। এখান থেকে বহু অতৃপ্ত জ্ঞান পিপাসু জ্ঞান আহরনের জন্য প্রবেশ করে এবং আহরন শেষে সেবার জন্য বের হয়। এক একটা যেন ফুটন্ত গোলাপ দেশ বিদেশে এদের পাপড়ি গুলো ছড়িয়ে আছে। প্রতিষ্ঠানটি স্বীয় স্থান হতে ওদের সুগন্ধ উপভোগ করছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোঃ মোজাম্মেল হক | 01723459590 | khs116678@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান স্বীকৃতিঃ ২০১৭, ক্যামব্রেয়িন প্রতিষ্ঠান কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠন নির্বাচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস