জননিরাপত্তায় বারোমেসে ব্রিজ হতে ভালাইপুর ব্রিজ পর্যন্ত মেইন রাস্তার দুই পাশে জঙ্গল পরিস্কার ও সংস্কার
জঙ্গল পরিস্কার ও রাস্তার পাশ সংস্কার
১. জঙ্গল পরিস্কার:
রাস্তার উভয় পাশে অবস্থিত ঝোপঝাড়, আগাছা, লতা-পাতা ও ঝামেলা সৃষ্টিকারী গাছপালা পরিস্কার করা হবে।
রাস্তার দৃষ্টিগোচরতা নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে।
জমে থাকা ময়লা-আবর্জনা ও শুকনো পাতাসহ সকল ধরণের প্রতিবন্ধকতা অপসারণ।
২. রাস্তার পাশ সংস্কার:
রাস্তার পাশে ভেঙে যাওয়া কাঁদামাটি বা নিচু স্থান সমতল করা হবে।
প্রয়োজন অনুযায়ী মাটি ভরাট করে রাস্তার পাশে হাঁটার উপযোগী অবস্থায় আনা।
রাস্তার ড্রেন বা জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় জল প্রবাহের ব্যবস্থা রাখা।
ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন (প্রয়োজনে)।
৩. জননিরাপত্তা নিশ্চিতকরণ:
পথচারী ও যানবাহনের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য রাস্তা পরিষ্কার ও দৃশ্যমান রাখা।
রাত্রিকালীন চলাচলে আলো আসার সুবিধার্থে খোলা স্থান বজায় রাখা।
৭-১৫ দিন (অবস্থার উপর নির্ভরশীল)
শ্রমিক দল (১০-১৫ জন)
দা, কাঁচি, কোদাল, কুড়াল ইত্যাদি।
পরিবহন (ময়লা সরানোর জন্য)
প্রটেকশন গিয়ার (গ্লাভস, বুট ইত্যাদি)
রাস্তার দুই পাশে ঝোপঝাড়মুক্ত পরিবেশ
পথচারী ও যানবাহনের জন্য নিরাপদ চলাচল
এলাকাবাসীর জীবনমান উন্নয়ন ও জননিরাপত্তা বৃদ্ধি
ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্থানীয় জনবল ও শ্রমিক দল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস