🌹 রক্তাক্ত জুলাই: শোক, প্রতিবাদ ও প্রেরণার মাস 🌹
জুলাই… এই মাসটি আমাদের জন্য আর কোনো সাধারণ সময় নয়। ২০২৪ সালের এই জুলাই মাস লাল হয়ে উঠেছিল শহীদের রক্তে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা লাখো কণ্ঠের প্রতিধ্বনিতে। সেদিন রক্ত ঝরেছিল—কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, ন্যায়ের পতাকা উড়ানোর জন্য।
১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ আজও যেন বারবার মনে করিয়ে দেয়, স্বৈরাচার কতোটা ভয়ঙ্কর হতে পারে! ১৮-১৯ জুলাইয়ের সেই বিভীষিকা—রাস্তা রঞ্জিত হয়েছিল তাজা প্রাণের রক্তে।
❝তোমাদের রক্ত বৃথা যাবে না।❞
এ দেশের ইতিহাসে এই শপথ অমলিন থাকবে। সেইসব সাহসী হৃদয়ের কাছে আমরা চিরঋণী, যারা অন্যায়ের শিকল ভেঙে মুক্তির শপথে নিজেদের জীবন উৎসর্গ করেছিল।
রক্তাক্ত জুলাইয়ের শহীদরা আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় নয়, গর্জে উঠাই বাঙালির রক্তে।
আজ আমরা স্মরণ করি তাদের, শ্রদ্ধা জানাই তাজা প্রাণের আত্মাহুতিকে, এবং শপথ নিই—
ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
🕯️ শ্রদ্ধাঞ্জলি রক্তাক্ত জুলাই ২০২৪-এর সকল শহীদদের প্রতি।
🌹 রক্তাক্ত জুলাই: শোক, প্রতিবাদ ও প্রেরণার মাস 🌹
জুলাই… এই মাসটি আমাদের জন্য আর কোনো সাধারণ সময় নয়। ২০২৪ সালের এই জুলাই মাস লাল হয়ে উঠেছিল শহীদের রক্তে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা লাখো কণ্ঠের প্রতিধ্বনিতে। সেদিন রক্ত ঝরেছিল—কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, ন্যায়ের পতাকা উড়ানোর জন্য।
১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ আজও যেন বারবার মনে করিয়ে দেয়, স্বৈরাচার কতোটা ভয়ঙ্কর হতে পারে! ১৮-১৯ জুলাইয়ের সেই বিভীষিকা—রাস্তা রঞ্জিত হয়েছিল তাজা প্রাণের রক্তে।
❝তোমাদের রক্ত বৃথা যাবে না।❞
এ দেশের ইতিহাসে এই শপথ অমলিন থাকবে। সেইসব সাহসী হৃদয়ের কাছে আমরা চিরঋণী, যারা অন্যায়ের শিকল ভেঙে মুক্তির শপথে নিজেদের জীবন উৎসর্গ করেছিল।
রক্তাক্ত জুলাইয়ের শহীদরা আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় নয়, গর্জে উঠাই বাঙালির রক্তে।
আজ আমরা স্মরণ করি তাদের, শ্রদ্ধা জানাই তাজা প্রাণের আত্মাহুতিকে, এবং শপথ নিই—
ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
🕯️ শ্রদ্ধাঞ্জলি রক্তাক্ত জুলাই ২০২৪-এর সকল শহীদদের প্রতি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS