ঝিনাইদহ ০৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলামের বাবা জনাব রাহাতুল্লাহ সরদার এর নামানুসারে অত্র বিদ্যালয়টি ২০০১ সালে ১নং এসবিকে ইউনিয়নের ভালাইশাহ আউলিয়া খ্যাত ভালাইপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার সংযোগ সড়ক এর পার্শ্বে অবস্থিত। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কপোতাক্ষ নদ বয়ে চলেছে। প্রাকৃতিক মনোরম পরিবেশ বেষ্টিত বিদ্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষার দেদীপ্যমান শিখা জ্বালিয়ে চলছে।
ঝিনাইদহ ০৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলামের বাবা জনাব রাহাতুল্লাহ সরদার এর নামানুসারে অত্র বিদ্যালয়টি ২০০১ সালে ১নং এসবিকে ইউনিয়নের ভালাইশাহ আউলিয়া খ্যাত ভালাইপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার সংযোগ সড়ক এর পার্শ্বে অবস্থিত। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কপোতাক্ষ নদ বয়ে চলেছে। প্রাকৃতিক মনোরম পরিবেশ বেষ্টিত বিদ্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষার দেদীপ্যমান শিখা জ্বালিয়ে চলছে।
Image | Name | Mobile | |
---|---|---|---|
|
Md Eaqub Ali | 01718-288997 | rsssmj@gmail.com |
Image | Name | Mobile |
---|
ক্রমিক
|
নাম
|
পদবী
|
০১ | জনাব মোঃ রুহুল আমিন, পিতাঃ শেখ নিজাম উদ্দীন আহম্মদ | সভাপতি |
০২ | জনাব মোঃ ওয়াজেদ আলী | অভিভাবক সদস্য |
০৩ | জনাব মোঃ বদরুল আলম | সাধারণ শিক্ষক সদস্য |
০৪ | প্রধান শিক্ষক, রাহাতুল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয় | সদস্য সচিব |
শিক্ষা জীবনের এক আলোক বর্তিকা। অত্র বিদ্যালয়টি ২০০১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে এ অঞ্চলের গরীব অস্বচ্ছল মানুষের মাঝে শিক্ষার দ্যুতি ছড়িয়েছে। এরই ফলশ্রুতিতে অত্র বিদ্যালয়ের ০২ জন শিক্ষার্থী সরকারী মেডিক্যালে ভর্তি হয়ে তারা শিক্ষাজীবন শুরু করেছে। প্রায় ১০০ জনের মত শিক্ষার্থী পাবলিক বিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাজীবন ও কর্ম জীবনের বিভিন্ন পর্যায়ে আছে। অনেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ সরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছে।
শিক্ষার গুনগত মানের উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে নিয়মিত সুধী ও অভিভাবক সমাবেশ করে জনসচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনা আছে। বিদ্যালয়ের শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশের জন্য বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল তৈরি করার প্রয়াস আছে।
রাহাতুল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয়
ভালাইপুর, মহেশপুর, ঝিনাইদহ।
যোগাযোগঃ ০১৭১৮-২৮৮৯৯৭, ই-মেইলঃ rsssmj@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS