১নং এস,বি,কে ইউনিয়ন পরিষদ
২০২৪-২৫ অর্থ বছরে মা ও শিশু সহায়তা কর্মসূচি আওতায় প্রতি মাসে ৯ জন ভাতাভোগী নির্বাচন করা হয়।
সেবার সংক্ষিপ্ত বিবরণ-
পরিবারের ভরন পোষণের জন্য দরিদ্র মহিলাদের অর্থ উপার্যনের জন্য কাজ করতে হয়। কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে বা মাতৃত্বকালীন অবস্থায় কাজ করা সম্ভব হয় না। পুষ্টিকর খাবার বা ভরণ পোষণের অভাবে মা অসহায় অবস্থায় পড়েন। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি আওতায় জন্মহার, দারিদ্রতা এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে ইউনিয়ন পরিষদে ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে। প্রতি মাসে ০১ তারিখ হতে ২০ তারিখের মধ্যে গর্ভবতী মহিলা নিজে নিন্মে শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদনকারীর ০৪-০৬ মাসের গর্ভাবস্থায় থাকবেন, এবং
(ক) জাতীয় পরিচয় পত্র।
(খ) আবেদনকারী অবশ্যই ২০-৩৫ বছর হতে হবে।
(গ) আবেদনকারী অবশ্যই প্রথম ও দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।
(ঘ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ.এন.সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড)।
(ঙ) নিজ নামে নিবন্ধীত মোবাইল থাকতে হবে।
(চ) নিজস্ব মোবাইল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং/অনলাইন ব্যাংক একাউন্টসহ আবেদন করবেন।
সেবার সুবিধা-
দরিদ্র মা আর্থিক ভাবে লাভবান হয়;
অর্থের মাধ্যমে পুষ্টিকর খাবার খেতে পারেন;
অর্থের অভাবে তাকে কষ্ট পেতে হয় না;
পরিবারের ভরণ পোষণ সম্ভব হয়;
শিশু স্বাস্থ্য নিশ্চিত হয়;
প্রক্রিয়া-
কোন দরিদ্র মা ভাতার জন্য ইউনিয়ন পরিষদে ভাতার জন্য যোগাযোগ করবেন বা নিজের নাম তালিকাভুক্ত করবেন। আবেদন গ্রহণ অবশ্যই প্রতিমাসে ০১-২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। আরো কিছু দাপ্তরিক কাজ শেষ চূড়ান্তভাবে নির্বাচিত ভাতাভোগীদের নাম নির্বাচন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS