Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**Pay Regular UP Holding Tax, Receive Smart Services** **Safety to Citizen Rights Registration of Birth and Death within 45 Days** **Help Ensure Child Rights by Registering Child Birth on Time** Mr. Md. Arifan Hasan Chowdhury , Chairman (Registrar) and Goutam Biswas, UP Administrative Officer (Assistant Registrar). ***To know about Universal Pension and to register visit www.upension.gov.bd


Title
Citizen’s Charter
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১নং এস.বি.কে ইউনিয়ন পরিষদ কার্যালয়

মহেশপুর, ঝিনাইদহ।

www.sbkup.jhenaidah.gov.bd


সেবা প্রদান প্রতিশ্রুতি 

(Citizen’s Charter)


হালনাগাদের তারিখ ০১/০৫/২০২৫ইং

১নং এস.বি.কে ইউনিয়ন পরিষদ কার্যালয় কর্তৃক প্রকাশিত


🎯 এসবিকে ইউনিয়ন: আমাদের ভিশন ও মিশন

এসবিকে ইউনিয়ন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়নের প্রতিটি জনগণের অধিকার নিশ্চিত করা এবং উন্নত জীবনযাত্রার সুযোগ তৈরি করাই এই ইউনিয়নের মূল লক্ষ্য। এই লক্ষ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ তার ভিশন ও মিশনের মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করেছে।


🎯 ভিশন (Vision)

“একটি স্বনির্ভর, টেকসই এবং জনবান্ধব ইউনিয়ন গঠন, যেখানে প্রতিটি নাগরিক পাবে নিরাপদ জীবন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং মৌলিক নাগরিক সুবিধার নিশ্চয়তা।”

এই ভিশন বাস্তবায়নের মাধ্যমে এসবিকে ইউনিয়নকে একটি উন্নত, তথ্যপ্রযুক্তি নির্ভর ও পরিবেশবান্ধব গ্রামীণ সমাজে রূপান্তর করার লক্ষ্যে কাজ করছে ইউনিয়ন পরিষদ।


🎯 মিশন (Mission)

এসবিকে ইউনিয়ন পরিষদের মিশন হলো:

✅ সুশাসন প্রতিষ্ঠা: স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা।

✅ মানবসম্পদ উন্নয়ন: নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে দক্ষ ও সক্ষম করে তোলা।

✅ অবকাঠামো উন্নয়ন: গ্রামীণ সড়ক, স্যানিটেশন, পানীয়জল, কৃষি ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা।

✅ ডিজিটাল সেবা: ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা সহজপ্রাপ্য করা।

✅ দারিদ্র্য বিমোচন: সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য হ্রাস করা।

✅ পরিবেশ রক্ষা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করা।


এসবিকে ইউনিয়নের ভিশন ও মিশন শুধু কাগজে-কলমে একটি পরিকল্পনা নয়; এটি একটি অঙ্গীকার—যেখানে প্রতিটি নাগরিকের উন্নয়ন এবং নিরাপদ জীবনযাপনই মূল লক্ষ্য। ইউনিয়ন পরিষদ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। 


সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

ক্রমিক

নং

সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র 
এবং প্রাপ্তিস্থান
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ই-মেইল)

(১) (২) (৩) (৪) (৫) (৬) (৭)
জন্ম ও মৃত্যু নিবন্ধন জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই এর জন্য নিম্ন লিখিত ভাবে সেবা প্রদান করা হয়-

(১) সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কর্তৃক সকল কাগজপত্র সত্যায়িত।

(২) ইউপি চেয়ারম্যান কর্তৃক অনুমোদন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার মাধ্যমে অনলাইনে আবেদন অনলাইনের মাধ্যমে
মূল্য পরিশোধ
১৫ কর্মদিবস গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মোবাইল-০১৭৪৪৬৬০৩৬৬

ই-মেইলঃ sbkupa2i@gmail.com


ওয়ারেশ সনদ মৃত ব্যক্তির ওয়ারেশ তথ্য যাচাই এর জন্য নিম্ন লিখিত ভাবে সেবা প্রদান করা হয়-

(১) সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কর্তৃক সকল ওয়ারেশগণের নাম সত্যতা যাচাই।

(২) ইউপি চেয়ারম্যান কর্তৃক অনুমোদন।
হিসাব সহকারী
কাম-কম্পিউটার এর নিকট আবেদনপত্র গ্রহণ
নগদ অর্থ প্রদান
রশিদের মাধ্যমে নির্ধারিত ফিস
১ কর্মদিবস গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মোবাইল-০১৭৪৪৬৬০৩৬৬

ই-মেইলঃ sbkupa2i@gmail.com


নাগরিক ও চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র সত্যতা যাচাই। ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিনামূল্যে ১ কর্মদিবস গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মোবাইল-০১৭৪৪৬৬০৩৬৬

ই-মেইলঃ sbkupa2i@gmail.com

ট্রেড লাইসেন্স
 জাতীয় পরিচয় পত্র ও দোকান ভাড়া চুক্তি পত্র সত্যতা যাচাই।
হিসাব সহকারী
কাম-কম্পিউটার এর নিকট আবেদনপত্র গ্রহণ
ব্যবসার ধরণ অনুযায়ী ফি ১ কর্মদিবস গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মোবাইল-০১৭৪৪৬৬০৩৬৬

ই-মেইলঃ sbkupa2i@gmail.com

হোল্ডিং ট্যাক্স  জাতীয় পরিচয় পত্র ও হোল্ডিং নং সত্যতা যাচাই। হিসাব সহকারী
কাম-কম্পিউটার এর নিকট ফি প্রদান
বসতবাড়ি উপর বার্ষিক মূল্য নিধারণ অনুযায়ী ১ কর্মদিবস গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মোবাইল-০১৭৪৪৬৬০৩৬৬

ই-মেইলঃ sbkupa2i@gmail.com

 নতুন হোল্ডিং নম্বরের
 আবেদন
 জাতীয় পরিচয় পত্র ও জমির দলিল সত্যতা যাচাই।  হিসাব সহকারী
কাম-কম্পিউটার এর নিকট ফি প্রদান
বসতবাড়ি উপর বার্ষিক মূল্য নিধারণ অনুযায়ী  ৫ কর্মদিবস গৌতম বিশ্বাস
ইউপি প্রশাসনিক কর্মকর্তা

মোবাইল-০১৭৪৪৬৬০৩৬৬

ই-মেইলঃ sbkupa2i@gmail.com

গ্রাম আদালতে মামলা আবেদনকারী লিখিত অভিযোগ হিসাব সহকারী
কাম-কম্পিউটার এর নিকট ফি
প্রদান
ফৌজদারি-১০
দেওয়ানী-২০
গ্রাম আদালত
আইন অনুযায়ী
ইউপি চেয়ারম্যান