Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ** **নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন** **সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন** জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ জহুরুল হক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)। ***সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.upension.gov.bd

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতি যাদুঘর

 

 

খালিশপুর বাজার, মহেশপুর, ঝিনাইদহ।

 

ঢাকা হতে রয়েল, জে আর, পূর্বশা, জে লাইন, দর্শনা ডিলাক্স, সোনার তরী, কোহিনুর, সোনালী, চিত্রা, কালিগঞ্জ এক্সেপ্রেস, মামুন, সোহেলী পরিবহন ও মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।

 

ঝিনাইদহ জেলা হতে বাস, মটরসাইকেল, মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।

 

বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সরকারী ডিগ্রী কলেজের পাশাপাশি নতুন তৈরি হচ্ছে ইর্কো পার্ক । খালিশপুর পার্কে যাতায়াতের জন্য সহজ পথ হলো - কাালিগঞ্জ-জীবননগর সড়কের মাঝামাজি স্থান খালিশপুর কপোতাক্ষ নদের ব্রীজ হইতে নদীর পথ ধরিয়া ২০০ গজ উত্তর দিকে গেলেই দেখতে পাবেন এক অপুর্ব স্মৃতি ময় ইংরেজ আমলের কুঠিবাড়ী সংলগ্ণ ইকো পার্ক । এখানে যেকোন বাহনেই (মানুষ ভ্যান, অটো রিক্সা, মোটর সাইকেল বিভিন্নভাবে যাতায়াত করতে পারেন) । 0
সুন্দরপুর জমিদার বাড়ি

সুন্দরপুর

পায়ে হেঁটে, ভ্যান, বাইসাইকেল, মটরসাইকেল, ইজিবাইক ইত্যাদির মাধ্যমে যাওয়া যাবে।