Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ** **নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন** **সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন** জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ জহুরুল হক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)। ***সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.upension.gov.bd


ভৌগলিক অবস্থান

ভৌগলিক অবস্থান

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১নং এস.বি.কে একটি অন্যতম ইউনিয়ন। এ ইউনিয়ন মহেশপুর উপজেলার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন জনপদ। এই ইউনিয়নের ৯টি গ্রামের নামের প্রথম অক্ষর দিয়ে নামকরন করা হয় এস.বি.কে ইউনিয়ন। এর অবস্থান  অক্ষাংশ  23.38732347405718,  দাঘ্রিমাংশ 88.94417865695776 ভৌগলিক অবস্থান থেকে বাংলাদেশ শুরু থেকেই বসবাসের উপযোগী এর কারণে যুগে যুগে বিভিন্ন জনগোষ্ঠীর এখানে এসে নিজেদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেছে।

বাংলাদেশ নদীমাতৃক দেশ

বাংলাদেশ নদীমাতৃক দেশ এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে মানুষদেরকে আসতে দেখা গেছে এবং বসতি স্থাপন করতে দেখা গেছে। এর মূল কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এ অঞ্চলের নদীর পরিমাণ অনেক বেশি সেহেতু পলিমাটি বিভিন্ন উর্বর স্থানের সৃষ্টি করেছে যাতে করে ফসল উৎপাদন এবং মৎস্য আহরণ সহ আরো অনেক সাহায্য মানুষজন পেয়ে থাকবেন। এ কারণে এই অংশটিতে বিভিন্ন সময় মানুষকে বসতি স্থাপন করতে দেখা গেছে। বর্তমানে বাংলাদেশ মূলত সেই অঞ্চল জুড়ে রয়েছে।

মৌসুমী বায়ুর প্রবাহ

মৌসুমী বায়ুর সঠিক প্রবাহ বাংলাদেশের উপর দিয়ে যেতে দেখা যায়। এতে করে সঠিক সময়ে আমরা বৃষ্টিপাত হতে দেখি আর এই কারণে এদেশে খরা ও অতিবৃষ্টি অন্যান্য জায়গার তুলনায় কম দেখা যায় এর মূল কারণ হচ্ছে সঠিকভাবে মৌসুমি বায়ু আমাদের এই ভূ-প্রকৃতির উপর দিয়ে যাওয়া।