Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ** **নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন** **সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন** জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ জহুরুল হক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)। ***সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.upension.gov.bd


এমআইএস

 

১নং এস,বি,কে ইউনিয়ন পরিষদ

মহেশপুর, ঝিনাইদহ।

 

সমাজসেবা অধিদফতর, সমাজকল্যাণ মন্ত্রণালয়

সামাজিক নিরাপত্তা কর্মসূচি – এমআইএস পোর্টাল

 

সামাজিক নিরাপত্তা কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক মহৎ উদ্যোগ যা সমাজের বঞ্চিত, অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের এক বৃহৎ প্রচেষ্টা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমাজসেবা অধিদফতর কার্যকর ভূমিকা পালন করে আসছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে বিভিন্ন কর্মসূচি রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ইত্যাদি।

 

অনলাইনে আবেদন

এখানে ক্লিক করুন - এমআইএস পোর্টাল

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

এমআইএস পোর্টাল

 

পল্লী অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মহিলাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা দেয়ার জন্য ২০০৭-০৮ অর্থবছর হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দরিদ্র মা'র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি গ্রহন করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়ে আসছে।

এই কর্মসূচি বাস্তবায়নে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা বা উপকারভোগীর প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন Strengthening Public Financial Management for Social Protection (SPFMSP) শীর্ষক প্রকল্পের আওতায় এই MIS টি তৈরি হয়েছে যা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং কর্মসূচির সাথে সংশ্লিস্টগণ ব্যবহার করবেন।

 

অনলাইনে আবেদন

এখানে ক্লিক করুন- এমআইএস পোর্টাল

 

মহিলা বিষয়ক অধিদপ্তর

এমআইএস পোর্টাল

ভিজিডি কর্মসূচি একটি জাতীয় কর্মসূচি, যার ব্যাপ্তি সমগ্র বাংলাদেশে। বাংলাদেশ সরকার খাদ্য সম্পদের যোগান দিচ্ছে। 

ভিজিডি কর্মসূচি, বাংলাদেশের গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবায়িত একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি (A safety net programme with development orientation) যেটি সম্পূর্ণরূপে আর্থ-সামাজিকভাবে দুঃস্থ পরিবার বিশেষতঃ মহিলাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে। মহিলারা ওয়ার্ড-ভিত্তিক ক্ষুদ্র দলের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ভিজিডি কমিটি কর্তৃক নির্বাচিত হয়। ভিজিডি মহিলারা প্রশিক্ষণ প্যাকেজ (প্রশিক্ষণ, সঞ্চয়, ঋণ) সেবা গ্রহণের পাশাপাশি ২৪ (চব্বিশ) মাস ধরে মাসিক ৩০ কেজি গম/চাল খাদ্য সহায়তা পেয়ে থাকে। এই ২৪ (চব্বিশ) মাস সময়কালকে একটি ভিজিডি চক্র হিসাবে গণ্য করা হয়। খাদ্য সহায়তা প্রাপ্তির ২৪ (চব্বিশ) মাসকালে, ভিজিডি মহিলারা অনুমোদিত NGO মাধ্যমে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেয়ে থাকে।

 

অনলাইনে আবেদন

এখানে ক্লিক করুন- এমআইএস পোর্টাল