Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ** **নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন** **সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন** জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ জহুরুল হক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)। ***সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.upension.gov.bd


ট্রেড লাইসেন্স
 
১নং এস,বি,কে ইউনিয়ন পরিষদ
মহেশপুর, ঝিনাইদহ।
 

কিভাবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন?

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। যে কোন ব্যবসা করতে হলে আগে ট্রেড লাইসেন্স নিতে হয়।  যদি কেউ তা না নিয়ে ব্যবসা করেন, তবে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে। মামলায় তাঁর জেল-জরিমানার বিধান আছে। শুধু যে আইনি বাধ্যবাধকতার জন্যই আপনাকে লাইসেন্স নিতে হবে, তা নয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের নানা কাজে লাগে এই ট্রেড লাইসেন্স। যেমন: ব্যাংক ঋণ নিতে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে, ব্যবসা সংক্রান্ত কাজে ব্যবসায়ীর বিদেশে যেতে ইত্যাদি কাজে ট্রেড লাইসেন্স অত্যন্ত প্রয়োজনীয়। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।
 

লাইসেন্স ফি:

লাইসেন্স ফি পরিশোধের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়। সাধারণত লাইসেন্স ফি সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের আকার বা ধরন অনুযায়ী এই ফি নির্ধারণ করা হয়।
 

লাইসেন্স নবায়ন:

প্রতিটি ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে এক বছর। যা শুরু হয় ১ জুলাই হতে পরবর্তী বছরে ৩০ জুন পর্যন্ত। ১ বছর পর সেটি আবার নবায়ন করতে হয়। উক্ত লাইসেন্সটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে।