Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**নিয়মিত ইউপি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, স্মার্ট সেবা গ্রহণ করুন ** **নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন** **সঠিক সময়ে শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিতকরণে সহায়তা করুন** জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ জহুরুল হক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)। ***সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.upension.gov.bd


এক নজরে এসবিকে ইউনিয়ন

১নং এস.বি.কে ইউনিয়ন পরিষদ কার্যালয়

মহেশপুর, ঝিনাইদহ।


 স্থাপনকাল - 
 ১৯৭৪ ইং
০২
 সীমানা - 
 উত্তরে- সাফদারপুর ইউপি, দক্ষিণে-মহেশপুর উপজেলা, 
 পূর্ব- কোটচাঁদপুর উপজেলা, এবং পশ্চিমে- ফতেপুর ইউপি অবস্থিত।
০৩
 আয়তন - 
 ২৩ বর্গ কিলোমিটার।
০৪
 ভৌগলিক অবস্থান - 
 23.387275 ও 88.944164
০৫
 দায়িত্বরত চেয়ারম্যান -
 জনাব মোঃ আরিফান হাসান চৌধুরী
০৬
 দায়িত্বরত ইউপি সচিব -
 জনাব মোঃ জহুরুল হক
০৭
 ওয়ার্ড সদস্য -
 সাধারন আসন সদস্য-৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য-৩ জন
০৮
 গ্রাম পুলিশ -
 দফাদার-১ জন এবং মহল্লাদার-৯ জন
০৯
 জনসংখ্যা - 
 ২৬৫০৮ জন।
১০
 ভোটার সংখ্যা - 
 পুরুষ-৭৪২৪, মহিলা-৭৪৩৫, মোট-১৪৮৫৯ জন। 
১১
 ওয়ার্ড সংখ্যা - 
 ০৯ টি।
১২
 মৌজার সংখ্যা - 
 ০৭ টি।
১৩
 খানার সংখ্যা - 
 ৪৩২৫ টি।
১৪
 হোল্ডিং সংখ্যা - 
 ৪৪৩৮ টি।
১৫
 নদ-নদীর সংখ্যা - 
 ০১ টি, (কপোতাক্ষ নদী)।
১৬
 খাল-বিলের সংখ্যা -
 ০১ টি
১৭
 ঐতিহাসিক/পর্যটন স্থান - 
 ০৪ টি, (বীরশ্রেষ্ঠ শহীদ স্মৃতি যাদুঘর, খালিশপুর নীল কুঠি, 
 ভালাইপুর শাহ ভালাই দরগা এবং সুন্দরপুর জমিদার বাড়ি)।
১৮
 বীর মুক্তিযোদ্ধার সংখ্যা - 
 বীরশ্রেষ্ঠ - ০১ জন, মুক্তিযোদ্ধা - ২৫ জন, মোট - ২৬ জন।
১৯
 জমির পরিমান - 
 ০০০০ হেক্টর, এক ফসলী জমি - ০০০ হেক্টর, দু- ফসলী জমি - ০০০ হেক্টর, 
 তিন - ফসলী জমি -  ০০০ হেক্টর ও পতিত জমি - ০০ হেক্টর জমি।
২০
 শিক্ষা প্রতিষ্ঠান -

 সরকারি কলেজ - ০১টি

 মাধ্যমিক বিদ্যালয় - ০৩টি।

 সরকারি প্রাথমিক বিদ্যালয় - ০৮টি।

 দাখিল মাদরাসা - ০২টি।

 হাফিজিয়া মাদরাসা - ০৩টি।

 চাইল্ড প্রি ক্যাডেট স্কুল - ০৩টি। 

২১
 ধর্মীয় প্রতিষ্ঠান - 
 মসজিদ-৩৬টি, মন্দির-০৭টি, ঈদগাহ্-১৭টি ও দরগা-০১টি।
২২
 শিক্ষার হার - 

 ৭৫ শতাংশ। (২০১৬ শিক্ষা জরিপ অনুসারে)।

২৩
 গ্রামের সংখ্যা -
 ১০ টি।
২৪
 গ্রাম সমূহের নাম -
 খর্দ্দ খালিশপুর, হাট খালিশপুর, বজরাপুর, বেলেঘাট, ভালাইপুর, বেদেরগাড়ী, শাহাবাজপুর, 
 সুন্দরপুর, পরাণপুর ও কাকিলাদাড়ি।
২৫
 হাট বাজারের সংখ্যা -
 ০২ টি (হাট খালিশপুর, ভালাইপুর, সুন্দরপুর গ্রাম হাট খোলা)।
২৬
 রাস্তা ও সড়কের পরিমান – 

 (ক) পাকা রাস্তা- ০০ কিলোমিটার

 (খ) এইচ,বি,বি- ০০ কিলোমিটার

 (গ) কাঁচারাস্তা- ০০ কিলোমিটার

২৭
 নলকূপের সংখ্যা – 
 রিংওয়েল-০৯, তারা গভীর নলকূপ- ০২টি, তারা অগভীর নলকূপ- ০২টি, 
 ৬নং গভীর নলকূপ-১০ টি, ৬নং অগভীর নলকূপ-১৮০ টি,
২৮
 পরিবার পরিকল্পনা কেন্দ্র –
 ১ টি।
২৯
 ইক্ষু ক্রয় কেন্দ্র -
 ১ টি।
৩০
 শাখা পোষ্ট অফিস -
 ২ টি। খালিশপুর ও সুন্দরপুর
৩১
 জেলা থেকে দূরত্ব -
 ৪১.৭ কিলোমিটার। সময় আনুমানিক- ১ ঘন্টা, ১০ মিনিট।
৩২
 জেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম -
 ঢাকাগামী পরিবহন, শপালা পরিবহন, লোকাল পরিবহন, মাইক্রোবাস, সিনএনজি ইত্যাদি।
৩৩  উপজেলা থেকে দূরত্ব -  ৬ কিলোমিটার। সময় আনুমানিক- ১০ মিনিট।
৩৪
 উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম -  বাস, সিনএনজি, মাইক্রোবাস, মিশুক, মটরচালিত ভ্যান ইত্যাদি।
৩৫
 ইউনিয়ন ডিজিটাল সেন্টার-  ১ টি
৩৬
 উদ্যোক্তা-  ২ জন।