Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

দর্শনীয় স্থান

ক্রমিক নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতি যাদুঘর

 

ঢাকা হতে রয়েল, জে আর, পূর্বশা, জে লাইন, দর্শনা ডিলাক্স, সোনার তরী, কোহিনুর, সোনালী, চিত্রা, কালিগঞ্জ এক্সেপ্রেস, মামুন, সোহেলী পরিবহন ও মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।

 

ঝিনাইদহ জেলা হতে বাস, মটরসাইকেল, মাইক্রোবাসের মাধ্যমে খালিশপুরে আসা যায়।

 

বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সরকারী ডিগ্রী কলেজের পাশাপাশি নতুন তৈরি হচ্ছে ইর্কো পার্ক । পার্কে যাতায়াতের জন্য সহজ পথ হলো - কাালিগঞ্জ-জীবননগর সড়কের মাঝামাজি স্থান খালিশপুর কপোতাক্ষ নদের ব্রীজ হইতে নদীর পথ ধরিয়া ২০০ গজ উত্তর দিকে গেলেই দেখতে পাবেন এক অপুর্ব স্মৃতি ময় ইংরেজ আমলের কুঠিবাড়ী সংলগ্ণ ইকো পার্ক । এখানে যেকোন বাহনেই (মানুষ ভ্যান, অটো রিক্সা, মোটর সাইকেল বিভিন্নভাবে যাতায়াত করতে পারেন) ।
১নং এস, বি, কে ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সুন্দরপুর গ্রামের জমিদার বাড়ী ও বৈঠক খানা একটি ঐতিহাসিক স্হান পায়ে হেঁটে অথবা ভ্যান, বাইসাইকেল প্রভুতির মাধ্যমে যাওয়া যাবে।