Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

কি কি সেবা পাবেন

 

বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর

১নং এস,বি,কে ইউনিয়ন ডিজিটাল সেন্টার

মহেশপুর, ঝিনাইদহ।

সেবা সমূহ

ডিজিটাল সেন্টার থেকে তিন ধরনের সেবা প্রদান করা হয়।

*অনলাইন সেবা *অফলাইন সেবা *ব্যাংকিং সেবা

 

সরকারি সেবাসমূহঃ বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিডি-ভিজিএফ তালিকা ও নাগরিক সকল সেবা প্রভৃতি।

 

জীবনজীবিকা ভিত্তিক তথ্যঃ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (http://infokosh.gov.bd/) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউডিসি সমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

 

বানিজ্যিক সেবাঃ এজেন্ট ব্যাংকিং (ব্যাংক এশিয়া), ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)